অলিম্পিকে স্বর্ণ জিতলো জাপানের সুপারম্যান

জাপানে তাকে ডাকা হয় ‘সুপারম্যান’ বলে আর কেন সেটাও কোহেই উচিমুরা প্রমাণ করে দিলেন রিও ডি জেনেরিওতে। বুধবার টানা ২য়বারের মত অলিম্পিক অলরাউন্ড জিমন্যাস্টিকে স্বর্ণ জিতে নেন এই ২৭ বছর বয়সী ক্রীড়াবিদ।

এর আগে আরেক জাপানিজ সাওয়াও কাতো ১৯৬৮ ও ১৯৭২ সালে টানা ২ বার অলরাউন্ড জিমন্যাস্টিকে স্বর্ণ জয় করেছিলেন। তার পর উচিমুরাই এই কীর্তি গড়তে সক্ষম হয়েছেন।

৩টি স্বর্ণ ও ৪টি রৌপ্য নিয়ে অলিম্পিকে তার মোট পদক ৭টি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে তার পদক সংখ্যা ১৯টি। অনেকের কাছেই উচিমুরা বিশ্বের সর্বকালের সেরা জিমন্যাস্ট বা শরীরকলাবিদ। রিওতে তার এই প্রদর্শনীর পর এটা নিয়ে সন্দেহ না থাকারই কথা।

অলরাউন্ড জিমন্যাস্টিকে রৌপ্য জিতেছেন ইউক্রেনের ওলেগ ভার্নিয়াইভ এবং ব্রিটেনের পক্ষে ১০৮ বছরের ইতিহাসে প্রথমবার পদক নেন ম্যাক্স হুইটলক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন