আজ বিশ্ব পাই (π) দিবস

মার্চের ১৪ তারিখ বিশ্ব পাই (π) দিবস। গাণিতিক এই ধ্রুবকটি প্রতিবছর এই দিনে উৎযাপন করা হয়।দিবস

তবে এবছর পাই দিবসটি একটু ব্যতিক্রম এবং মজার। আজকের দিনটির সাথে পাইয়ের চার দশমিক স্থানের মান মিলে গিয়েছে। পাই (π) এর মান = ৩.১৪১৬ আর আজকের তারিখ ৩/১৪/১৬ (মাস/তারিখ/বছর)।

পাই আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই পাইকে কাজে লাগে। চাঁদের পরিমাপ, প্লেনের যাত্রাপথ, সমুদ্রের ঢেউ অথবা সম্প্রতি আবিষ্কৃত মাধ্যাকর্ষণ তরঙ্গ যা আইনস্টাইনের অসমাপ্ত তত্ত্বকে সত্য প্রমাণ করেছে।

পাই হিসেব করার জন্য সর্বপ্রথম ভগ্নাংশ ব্যবহার করেন গ্রিসের বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস। কিন্তু গণিতবিদদের পক্ষে পাইয়ের যথাযথ মান বের করা অনেকদিন ধরেও সম্ভব হয়নি। ১৯৪০ সালের শেষের দিকে কম্পিউটারের যুগ শুরু হলে পাইয়ের দশমিকের মান ব্যাখ্যামূলকভাবে বৃদ্ধি পায়। সর্বশেষ, পাইয়ের ১৩ ট্রিলিয়ন অংক পর্যন্ত মান পাওয়া গিয়েছে।

পাই সম্পর্কে আর জানতে পড়ুন

পাই (π) এর ইতিকথাঃ পর্ব ১

পাই (π) এর ইতিকথাঃ পর্ব ২

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন