ইয়াহু কিনে নিলো ভেরাইজোন

অবশেষে পাকাপোক্তভাবেই শেষ হয়ে গেল ইয়াহুর স্বাধীন দিন। ৪.৮৩ বিলিয়ন ডলারের বিনিময়ে এই টেক জায়ান্টকে কিনে নিয়েছে আরেক টেক জায়ান্ট ভেরাইজোন। এর মাধ্যমে এক সময়কার প্রভাবশালী সার্চ ইঞ্জিন ও ওয়েব পোর্টাল ইয়াহুর সমাপ্তি ঘটলো।

ওয়ারেন বাফেট আর ডেইলি মেইলের মত প্রতিষ্ঠান ছিল এই ক্রয় প্রতিযোগিতায়। মাসখানেক ধরে চলা এই প্রক্রিয়ায় অবশেষে ইয়াহুর প্রায় ১ বিলিয়ন ব্যবহারকারী কিনে নিয়েছে ভেরাইজোন।

মারনি ওয়াল্ডেনের অধীনে ভেরাইজোন এওএলের সাথে মিলিতভাবে ইয়াহু এখন থেকে পরিচালিত হবে। এর সাথে সাথে আমেরিকান এই প্রতিষ্ঠান ইয়াহুর ২১ বছরের ইতিহাসের ইতি ঘটবে। ৪ বছর আগে ইয়াহুতে যোগ দেয়া মারিসা মেয়ারের প্রচেষ্টাও ব্যর্থ হল যিনি কিনা ইয়াহুর সুদিন ফিরিয়ে আনবেন বলে কথা দিয়েছিলেন। তবে চুক্তি সম্পন্ন হবার পর ইয়াহু পরিচালনা কে করবেন সেটা জানা যায়নি।

তবে এই চুক্তিটি অবশ্যই রেগুলেটরদের দ্বারা গৃহীত হতে হবে আর পুরোপুরি নিশ্চিত হবে ২০১৭ সালের শুরুর দিকে।

জেরি ইয়াং এবং ডেভিড ফিলো ১৯৯৪ সালে ইয়াহু প্রতিষ্ঠা করেন। মারিসা মেয়ার বর্তমানে ইয়াহুর সিইও হিসেবে কর্মরত আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন