এই দিনে : ১৭ জানুয়ারি

গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭ তম (অধিবর্ষে ১৮ তম) দিন হলো ১৭ জানুয়ারি। চলমান বছরে আর ৩৪৮ দিন বাকি আছে (লিপইয়ারে ৩৪৯ দিন)। বেশিরভাগ বছরেই দিনটি হয় মঙ্গলবার। গত ৪০০ বছরে ১৭ জানুয়ারি ৫৮ বার বৃহস্পতিবার ও রবিবার, ৫৭ বার শুক্রবার ও শনিবার এবং ৫৬ বার সোমবার ও মঙ্গলবার ছিলো।

চলুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৯৩ – সালের এই দিনে হাওয়াই প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৮৪১ – বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়।
১৯৪৬ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৬১ – কঙ্গোর জননায়ক প্যাট্রিস লুমুম্বা নিহত হন।
১৯৯৫ – জাপানের ওসাকা কোবে অঞ্চলে ভূমিকম্পে সাড়ে চার হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
২০০৮ – ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট ৩৮ লন্ডন হিথ্রো বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে যাতে প্রথম কোন বোয়িং ৭৭৭ প্রাণহানি ছাড়াই পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

জন্ম
১৭০৬ – মার্কিন সাংবাদিক, রাজনীতিজ্ঞ ও বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন।
১৯৪২ – মোহাম্মদ আলী, বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯৬২ – জিম ক্যারি, কানাডীয় বংশোদ্ভুত একজন মার্কিন অভিনেতা।
১৮৬৩ – ব্রিটিশ রাজনীতিবিদ ডেভিড লয়েড জর্জ।
১৮৬৩ – রুশ অভিনেতা, নাট্যকার ও পরিচালক কনস্তানতিন স্তানিস্লাভস্কি।
১৯৩৩ – প্রিন্স সদরুদ্দিন আগা খান।
১৯৪৫ – ভারতীয় কবি, গীতিকার জাভেদ আখতার।

মৃত্যু
১৯৭৮ – শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরী।
১৮৯৩ – রাদারফোর্ড বি. হেইজ্, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।
১৯৬১ – কঙ্গোর প্রাক্তন প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা।
২০১০ – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।
২০১৪ – কিংবদন্তি বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন।
২০১৫ – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার গোবিন্দ হালদার।

তথ্যসূত্র : উইকিপিডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন