ওমানের লক্ষ্য মূল পর্বে খেলা

আসন্ন T20 বিশ্বকাপে বাছাই পর্বে খেলবে ৮টি (২ গ্রুপে) দল যাদের মধ্যে সেরা ২টি দল খেলবে মূল পর্বে। এই দলগুলো নিয়ে এ অংশে থাকছে কিছু সংক্ষিপ্ত পরিচিতি। এবারের দল ওমান।

ওমান ২০০০ সালে আইসিসির সাথে যুক্ত হলেও দেশটি আইসিসির সহযোগী দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় ২০১৪ সালে। ২০০৫ সালের আইসিসি ট্রফিতে ওমান ৯ম স্থান লাভ করে। এবছর ছাড়াও এর আগে ২০০৯ সালের বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়ে তারা ১১তম হয়।

ওমান এরই মধ্যে আফগানিস্তান, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপক্ষীয় T20 সিরিজ খেলেছে। এবারের এশিয়া কাপের জন্য নির্বাচিত হবার সুযোগ থাকলেও শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে হেরে বাদ পড়ে দেশটি।

বিলাল খান ওমানের একমাত্র বোলার যার ১০টির বেশি উইকেট রয়েছে। নয় ম্যাচে ৭.০৮ ইকোনমি রেটে তিনি উইকেট নিয়েছেন ১৪টি।

স্কোয়াডঃ Sultan Ahmed(অধিনায়ক), Aamir Kaleem (সহ-অধিনায়ক), Syed Amir Ali, Munis Ansari, Jatinder Singh, Ajay Lalcheta, Mehran Khan, Rajesh Ranpura, Sufyan Mehmood, Vaibhav Wategaonkar, Zeeshan Ahmad Siddiqui, Zeeshan Maqsood, Bilal Khan, Adnan Ilyas, Aaqib Ilyas

স্টার প্লেয়ারঃ জোতিন্দর সিং

কোচঃ দিলীপ মেন্ডিস (সাবেক শ্রীলংকান অধিনায়ক)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন