চার্লি চ্যাপলিনের স্মরণে উদ্বোধন করা হলো জাদুঘর

নির্বাক চলচ্চিত্রের দুনিয়াকে নাড়িয়ে দেয়া কিংবদন্তী অভিনেতা স্যার চার্লস স্পেন্সার চার্লি চ্যাপলিনের স্মরণে নির্মাণ করা হয়েছে একটি জাদুঘর। সুইজারল্যান্ডের লেক জেনেভার তীরে চ্যাপলিনের নিজের বাড়িতেই উদ্বোধন করা হয়েছে এই জাদুঘর। জাদুঘরের নাম দেয়া হয়েছে ‘চ্যাপলিনের দুনিয়া’।

 

ইভস ডুরান্ড নামের একজন কানাডিয়ান শিল্প পৃষ্ঠপোষকের স্বপ্ন ছিল ২০০০ সালের মধ্যে চ্যাপলিনের এই জাদুঘর প্রতিষ্ঠা করা। কিন্তু নানা প্রতিকূলতা অতিক্রম করে অবশেষে চ্যাপলিনের ১২৭তম জন্মবার্ষিকীর একদিন পরেই উদ্বোধন করা হয় এই স্মৃতিবিজড়িত জাদুঘরটি। ডুরান্ডের মতে, বছরে কমপক্ষে ৩ লাখ দর্শনার্থী আসবে এই জাদুঘরে।

এই বাড়িতেই স্ত্রী এবং আঁট সন্তানসহ জীবনের শেষ ২৫ বছর কাটিয়ে গেছেন সিনেমা জগতের এই তারকা। বিশাল এই বাড়িটি এখন জাদুঘর হওয়ায় এখানে এখন সাধারণ দর্শকরা প্রবেশ করতে পারবেন। ঘুরে দেখতে পারবেন তার ব্যবহৃত অনেক উপকরণ।

এই উপকরণগুলোর মধ্যে রয়েছে চ্যাপলিনের সার্বক্ষণিক সঙ্গী একটি ডায়েরি। সেখানে তিনি সিনেমার বিভিন্ন দৃশ্যের বিবরণ পেন্সিল স্কেচের মাধ্যমে লিখে রাখতেন। এখানে আরও দেখা যাবে তার বিখ্যাত টুপি ও হাতের ছড়ি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন