জিভোরা : বিশ্বের সর্বোচ্চ হোটেল

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হিসেবে যাত্রা শুরু করেছে জিভোরা হোটেল। গগণচুম্বী ভবনের শহর দুবাইয়ে এই হোটেল উদ্বোধন করা হয়েছে, যা গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাতায় সর্বোচ্চ খেতাব অর্জন করেছে।

জিভোরা হোটেলের উচ্চতা ৩৫৬ মিটার বা ১১৬৮ ফুট। উচ্চতার দিক দিয়ে হোটেল জেডব্লিউ ম্যারিয়ন মারকুইসকে (৩৫৫ মিটার) পেছনে ফেলে বর্তমানে এটি শীর্ষস্থানে চলে এসেছে। হোটেলটি লন্ডনের বিগ বেনের চেয়ে তিন গুন ও প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৫৬ মিটার বেশি উঁচু।

lobby

৭৫ তলাবিশিষ্ট হোটেলটিতে অতিথিদের স্বাগত জানানোর জন্য প্রবেশদ্বারটি স্বর্ণ দিয়ে মোড়ানো হয়েছে। এতে রয়েছে হেলথ ক্লাব, স্টীম বাথ, পুল এবং পাঁচটি চাকচিক্যময় রেস্টুরেন্ট।

অতিথিদের থাকার জন্য রঙেছে ৫২৮টি কক্ষ, যা তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। মূলত অতিথিদের ব্যবসায়িক কাজ ও বেড়ানোর প্রয়োজন মেটাতেই হোটেলটি সাজানো হয়েছে। রয়েছে বিজনেস সেন্টার ও বোর্ডরুম। এছাড়া রয়েছে ছয়টি লিফট ও তিন হাজার ৮৫৯টি সিঁড়ি।

pool

ছাদে রয়েছে প্যানোরমিক ভিউয়ের ঘূর্ণায়মান রেস্টুরেন্ট। ফলে খাবার খেতে বসেই এখানে অতিথিরা দুবাই শহরকে ভালোভাবে দেখতে পারবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন