টুইটার ব্যবহারে নতুন নীতিমালা

টুইটারে ঘৃণা-উদ্রেককারী এবং হিংসাত্মক টুইটকারিদের চিহ্নিত করা এবং তাদের এই সোশ্যাল সাইট থেকে ব্যান করে দেয়ার নীতি গ্রহণ করেছে টুইটার।

তবে প্যারিস হামলা বা অন্য কোন নির্দিষ্ট সন্ত্রাসী হামলার ক্ষেত্রে এটি বলা হয়নি। ইদানিং এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনমনে হিংস্রতা ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসীরা, তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার একটি ব্লগ পোস্টে টুইটার কর্তৃপক্ষ জানায়, কটূক্তিমূলক এবং হিংসাত্মক টুইট করা বন্ধে তারা তাদের নীতিমালা পরিবর্তন করেছেন।

নীতিমালায় বলা হয়েছে, টুইটের ভাষায় যদি অন্যকে ভয় দেখানো, হয়রানি করা বা কাউকে ভয় দেখিয়ে কিছু বলা থেকে বিরত রাখা হয় তাহলে টুইটার কর্তৃপক্ষ টা বরদাস্ত করবে না। যদিও আমরা মানুষের বাকস্বাধীনতা, মতামত এবং বিশ্বাসকে গুরুত্ব দেই কিন্তু তা সীমা অতিক্রম করলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো, এমনটাই বললেন টুইটারের ট্রাস্ট এন্ড সেফটি ডিরেক্টর মেগান ক্রিস্টিনা।

ঘৃণা বা হিংসা-বিদ্বেষ ছড়ানোর কেউ চেষ্টা করলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে বলেও তিনি জানান।

একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে সেটাও সনাক্ত করে তার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে নতুন নীতিমালায়।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন