ন্যাশনাল মোবাইল অ্যাপ অ্যাওয়ার্ড ২০১৫

প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে, জীবন হচ্ছে সহজতর। আজকাল পিজা অর্ডার থেকে শুরু করে গেম খেলা, আবহাওয়ার খবর নেয়া, সোশ্যাল নেটওয়ার্কিং সবই হচ্ছে আঙুলের ছোঁয়ায়। সবার হাতে হাতে স্মার্টফোন করে দিচ্ছে সে সুযোগ।

স্মার্টফোনের ব্যবহারকে সহজ করে তুলছে অ্যাপ্লিকেশন। স্মার্টফোনের জনপ্রিয়তার সাথে বাড়ছে অ্যাপের জনপ্রিয়তাও। তাই ব্যক্তি এবং প্রতিষ্ঠান উৎসাহিত হচ্ছে নতুন এবং জনপ্রিয় সব অ্যাপ তৈরিতে। বাংলাদেশও তাতে পিছিয়ে নেই। আর এই কাজকে আরও উৎসাহিত করতে এবার প্রথমবারের মত আয়োজিত হল ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ও ডেভেলপার সম্মেলন ২০১৫’।

এ আয়োজনের মাধ্যমে মূলত সেরা মোবাইল কনটেন্ট এবং উদ্ভাবনী অ্যাপ্লিকেশন নির্মাতাদের পুরস্কার প্রদান করছে সরকার। শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাতটি ক্যাটাগরিতে মোট ১৪টি সেরা মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ক্যাটাগরি

চ্যাম্পিয়ন

রানার-আপ

ব্যবসাবাণিজ্য

‘সেলিস্কোপ’

নির্মাতাঃ হুম্যাক ল্যাব লিমিটেড,

https://play.google.com/store/apps/details?id=com.humaclab.lbractivities

‘ফিন্যান্স বিডি’

নির্মাতাঃ বুয়েটের শিক্ষার্থী রাকিব উল আলম।

https://play.google.com/store/apps/details?id=com.alamkanak.android.financebd

সরকার ও জনসাধারণের অংশীদারত্ব

‘ফারমার কোয়ারি’

নির্মাতাঃ এমপাওয়ার এন্টারপ্রাইজেস লিমিটেড,

‘ইউনিভার্সাল মিটার রিডার’ নির্মাতাঃ সূর্যমুখী লিমিটেড।

https://play.google.com/store/apps/details?id=com.sm.meterreader

পরিবেশ ও স্বাস্থ্য

‘ক্রিটিক্যাল লিংক’ নির্মাতাঃ ক্রিটিক্যাল লিংক,

‘লাইভ ব্লাড ব্যাংক’

নির্মাতাঃ ইজি টেকনোলজি।

https://play.google.com/store/apps/details?id=com.ezzetech.livebloodbank

শিক্ষা, প্রশিক্ষণ

‘দুরবিন

নির্মাতাঃ দুরবিন ল্যাব,

https://play.google.com/store/apps/details?id=org.durbinbd.DurbinStudent

‘ম্যাথ পার্কিং’

নির্মাতাঃ টিম ক্রিয়েটিভ।

https://play.google.com/store/apps/details?id=com.data.champs21.mathparking

পর্যটন ও সংস্কৃতি   

‘হাজি ইউজার্ড’

নির্মাতাঃ টিম ওমলেট,

‘বাস ম্যাপ ঢাকা’ নির্মাতাঃ  নারডক্যাটস এবং ‘বাংলাদেশ ফ্লাইট লাইভ’ নির্মাতাঃ স্মার্টড্রয়েড

https://play.google.com/store/apps/details?id=com.smartdroid.flightbd

বিনোদন ও লাইফস্টাইল  

‘ট্যাপ ট্যাপ আন্টস: ব্যাটেল ফিল্ড’

নির্মাতাঃ রাইজ আপ ল্যাবস

‘বইপোকা’

নির্মাতাঃ মবিঅ্যাপ লিমিটেড

https://play.google.com/store/apps/details?id=com.mobioapp.paidpdf

মিডিয়া ও সংবাদ

‘দেশি আইপিটিভি’

নির্মাতাঃ জাপান ট্রেড অ্যান্ড ট্রেডিং

https://play.google.com/store/apps/details?id=com.ipmarco.deshtv

‘বাঙ্গি নিউজ’

নির্মাতাঃ বাঙ্গি নিউজ

https://play.google.com/store/apps/details?id=com.banginews

 

৯ সদস্যের জুরি প্যানেল এসব বিজয়ীদের বাছাই করেন। এদের মধ্যে ছিলেন ফাহিম মাশরুর, শাহ ইমরুল কায়েস, আবির আশরাফ, মুন্নি সাহা, সোহেল ইসলাম, ওয়াহিদ বিন আহসান, অনন্য রায়হান প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মোট সাতটি বিষয়ে চ্যাম্পিয়ন এবং রানারআপকে পুরস্কার দেওয়া হয়।  প্রত্যেকটি বিষয়ে চ্যাম্পিয়নের জন্য প্রত্যেক অ্যাপ নির্মাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার, সার্টিফিকেট, তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং রবির পক্ষ থেকে ২৫ হাজার টাকা, কিউবির সংযোগসহ ওয়াইফাই রাউটার এবং সিম্ফনির পক্ষ থেকে ট্যাবলেট উপহার দেওয়া হয়। এ ছাড়া রানারআপের জন্য প্রত্যেককে ক্রেস্ট, সার্টিফিকেট, তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা এবং রবির পক্ষ থেকে ১৫ হাজার টাকা, কিউবির পক্ষ থেকে উপহার দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে সহস্রাধিক ডেভেলপারের মহাসম্মেলনে দেশসেরা এসব ডেভেলপারকে সর্বমোট ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিসের সভাপতি শামীম আহসান, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আবির, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের উপদেষ্টা সামন্ত লাল সেন, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা-পরিচালক অনন্ত জলিলসহ অনেকে। অনুষ্ঠান শেষে জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’ তাদের গান পরিবেশন করেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন