পারসন অফ দ্য ইয়ার

টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ বা ‘বর্ষসেরা ব্যক্তি’ হিসেবে এ বছর নির্বাচিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।

গত বুধবার এটি প্রকাশিত হয়। সিরিয়ার শরণার্থী জটিলতা সমাধান থেকে শুরু করে গ্রীসের অর্থনৈতিক জটিলতা পর্যন্ত সবকিছু নিয়েই তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

ম্যাগাজিনের প্রচ্ছদে এই ৬১ বছর বয়সী নারীকে ‘চ্যান্সেলর অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড’ বলে অভিহিত করা হয়।

১৯২৭ সালের পর থেকে শুরু করার পর মার্কেল হচ্ছে চতুর্থ নারী যিনি এই সম্মান পেয়েছেন। ১৯৮৬ সালে ফিলিপাইনের বিরোধী দলীয় নেত্রী কোরাজন একুইনোর পর তিনিই প্রথম।

১৯৭০ সালে পশ্চিম জার্মানির উইলি ব্র্যান্ডের পর তিনিই প্রথম কোন জার্মান যিনি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন।

তবে অনেকেই এ সিদ্ধান্তকে সমর্থন করছেন না। বলছেন গ্রীসকে ইউরো মুদ্রায় থাকার জন্য তিনি প্রভাবিত করেছে এবং তাদের ওপর তিনি রুক্ষ আচরণ করেছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন