প্রশ্নপত্র ফাঁস বিষয়ক আলোচনা বুধবার

সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। নিয়মিত ঘটতে থাকা এই ধরণের প্রশ্নফাঁসের ঘটনা দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কারণ অনুসন্ধান ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করতে এক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে।

আগামীকাল (১৪ ফেব্রুয়ারি, বুধবার) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস মিলনায়তনে “প্রশ্নফাঁস বিপর্যয় : কারণ অনুসন্ধান ও প্রযুক্তিগত সমাধান” শীর্ষক এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনায় দেশের শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। নানা পদক্ষেপ নেয়ার পরেও কী কারণে দেশে প্রশ্নপত্র ফাঁস হয়েই চলেছে এবং প্রযুক্তির মাধ্যমে কীভাবে এটি রোধ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে। একইসাথে আলোচনা থেকে প্রাপ্ত মতামতগুলো সংশ্লিষ্টদের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

গোলটেবিল আলোচনা যৌথভাবে আয়োজন করছে – বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), জাগো ফাউন্ডেশন, পরিবর্তন চাই ও ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন