ফিরে এলেন শোয়ার্জনেগার

আবারও রূপালী পর্দার জগতে ফিরলেন আর্নল্ড শোয়ার্জনেগার। হলিউডের এই নামকরা এ্যাকশন হিরো এবং ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর দীর্ঘদিন হলিউডের সিনেমায় বড় কোন চরিত্রে অভিনয় করেননি।

তবে অনেকদিন পর এবার তারই শুরু করা টার্মিনেটর সিরিজের সর্বশেষ সংস্করণ ‘টারমিনেটর জেনেসিস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।

৬৭ বছর বয়সী এই অভিনেতা আবারও সাইবর্গের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ১৯৮৪ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘দ্য টার্মিনেটর’ বের হয়। সেটিতেও একই চরিত্রে অভিনয় করেছিলেন আর্নল্ড।

এরপর ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘টার্মিনেটর ২: জাজমেন্ট ডে’ এবং ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘টার্মিনেটর ৩: রাইজ অফ দ্য মেশিন’ সিনেমা দুটিতেও একই চরিত্রে দেখা যায়। তবে এই সিরিজের ৪র্থ সিনেমা ‘টার্মিনেটর স্যালভেশন’-এ দেখা যায়নি তাকে। সে সময় ক্যালিফোর্নিয়ার গভর্নরের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ইউরোপিয়ান প্রিমিয়ারের জন্য গত রোববার বার্লিনে পৌঁছালে হাজার হাজার ভক্ত বরণ করে নেয় সাবেক এই বডি বিল্ডারকে।

আর্নল্ড জানান, ‘আমি সিনেমাটি দারুণ উপভোগ করছি। বয়স হলেও আমি একদম ফুরিয়ে যাইনি’।

এই সিনেমায় জন করনোর চরিত্রে অভিনয় করেছে জ্যাসন ক্লার্ক এবং সারাহ করনোর চরিত্রে অভিনয় করছেন এমিলিয়া ক্লার্ক।

উল্লেখ্য জুলাইয়ের ১ তারিখ টারমিনেটর জেনেসিস সিনেমা হলে আসতে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন