ফেসবুকে ডিজলাইক বাটন

থাম্বস ডাউন- ফেসবুকে এবার লাইক বাটনের পাশাপাশি আসছে ডিজলাইক বাটন। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠানটির একটি প্রশ্নোত্তর পর্বে এই ব্যাপারটি নিশ্চিত করেন।

ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে বহুদিন ধরেই এই অনুরোধ পেয়ে আসছিলেন তিনি।

৩১ বছর বয়সী মার্ক বলেন, ‘কয়েক বছর ধরেই এই ডিজলাইক অপশন চালু করার আবেদন জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা। আজ একটা বিশেষ দিন কারণ আজকে আমি বলতে পারছি যে আমরা এটা নিয়ে কাজ করছি এবং শীঘ্রই এটা চালু হবে’।

মার্ক আরও বলেন, ডিজলাইক বাটনটি সাধারণত ব্যবহার করা হবে দুঃখজনক কোন পোস্টের ক্ষেত্রে। কারণ মৃত্যু সংবাদ, কোন খারাপ খবর বা নেতিবাচক যেকোনো বিষয়ের জন্য এটি ব্যবহার করা যেতে পারে। মার্কের কাছ থেকে পাওয়া নতুন এই সংবাদ অনেকটা উপহারের মত।

তার মতে মানুষের সহানুভূতি প্রকাশ করার জন্যই তিনি নতুন এই সুযোগ তৈরি করে দিচ্ছেন। কারণ মানুষের সব মুহূর্তগুলোই আনন্দের হয় না।

তিনি জানান, এখনো তাই এই কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। যদিও এর আগে ডিজলাইক বাটনের ব্যপারে কিছু নেতিবাচক ইঙ্গিত এসেছিল কিন্তু এবার ভালোভাবেই সে কাজটি করতে চায় তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন