বজ্রপাতে ৩০০ হরিণের মৃত্যু

নরওয়ের ন্যাশনাল পার্কে বজ্রপাতের ফলে একসাথে তিনশোর বেশি রেইনডিয়ার (লম্বা শিংওয়ালা এক জাতের হরিণ) মারা গিয়েছে।

নরওয়ের পরিবেশ সংস্থা মৃত হরিণগুলোর কয়েকটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে শত শত হরিণ মরে পড়ে আছে যেগুলোর মধ্যে ৭০টি শাবকও ছিল।

৮ হাজার বর্গকিলোমিটারের এই ন্যাশনাল পার্কে ১০ থেকে ১১ হাজার বন্য রেইনডিয়ারের বসবাস। উত্তর ইউরোপের সবচেয়ে উঁচু পার্বত্য মালভূমি হারডেনজারভিডা অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

কখন কিভাবে এতো বিশাল সংখ্যক হরিণ একসাথে মারা গিয়েছে সে ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত নয়। তবে তারা ধারণা করছেন হরিণগুলো এই পালটি এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের সময় শুক্রবার বজ্রপাতের শিকার হয়েছে।

বজ্রপাতের আঘাতে এতো সংখ্যক বন্যপ্রাণী মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম। তবে এর আগেও এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি খামারে বজ্রপাতের ফলে ৩০টি গরু মারা যায়। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি দুগ্ধ খামারে বজ্রপাতের আঘাতে মারা যায় ৬৮টি গরু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন