মারের দ্বিতীয় উইম্বলডন জয়

কানাডার মিলোচ রাওনিচকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডন জিতে নিয়েছেন অ্যান্ডি মারে। ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন এই ব্রিটিশ তারকা। উইম্বলডনের ফাইনালে পুরোটা ম্যাচ সদর্পে খেলে সরাসরি সেটে হারিয়ে দিলেন মিলোচ রাওনিচকে। মারে ম্যাচটা জিতলেন ৬-৪, ৭-৬(৭-৩), ৭-৬(৭-২) গেমে।

টেনিস সার্কিটে জোরালো সার্ভিসের জন্য খ্যাত ষষ্ঠ বাছাই রাওনিচ অনেক চেষ্টা করেছিলেন জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জিততে কিন্তু দ্বিতীয় বাছাই মারের দুর্দান্ত নৈপুণ্যের সামনে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন তিনি।

এগারবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেও মারের এটা তৃতীয় শিরোপা। এর আগে ২০১২ সালের ইউএস ওপেন আর ২০১৩ সালের উইম্বলডনে শেষ হাসি হেসেছিলেন তিনি।

২০১৩ সালে সার্বিয়ান নোভাক জোকোভিচকে হারিয়েই মারে দূর করেছিলেন ব্রিটিশদের ৭৭ বছরের আক্ষেপ। ১৯৩৬ সালে ফ্রেড পেরি সর্বশেষ ব্রিটিশ হিসেবে জিতেছিলেন ঘরের কোর্টের টুর্নামেন্ট, এরপর মারের হাত ধরে আসে সাফল্য। উইম্বলডনের আরেকটি ফাইনালে উঠতে মারের লাগল আরো তিন বছর। ঘরের কোর্টে সমর্থকদের হতাশ করেননি এই তারকা। প্রথম কানাডিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের একক শিরোপা জয়ের খুব কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হলো রাওনিচের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন