যুক্তরাষ্ট্রের স্পেলিং বি’তে ভারতীয় বংশোদ্ভূতদের ধারাবাহিক সাফল্য

স্পেলিং বি প্রতিযোগিতায় ভারতীয়দের সাফল্যের কথা তুলে ধরলেন নরেদ্র মোদি। বুধবার ইউএস কংগ্রেসে দেয়া এক ভাষণে তিনি এ কথা উল্লেখ করেন।

মোদি বলেন, “ভারতীয়রা হচ্ছে সেরা সিইও, সেরা শিক্ষক, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, ডাক্তার এমনকি স্পেলিং বি চ্যাম্পিয়ন”। এভাবেই স্পেলিং বি’তে ভারতীয়দের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরেন তিনি।

ভাষণের পর যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকেরা দাঁড়িয়ে সম্মান জানান মোদিকে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় ৩০ লাখ ভারতীয় এই দুই দেশের মধ্যে এক অনন্য সম্পর্ক তৈরি করছে বলে মোদি জানান।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইংরেজি বানানের প্রতিযোগিতা স্ক্রিপ্স ন্যাশনাল স্পেলিং বি’তে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখছে ভারতীয়রা। ২০১৬ সালে এ প্রতিযোগিতায় জয়ী হয় ভারতীয় বংশোদ্ভূত নিহার জানগা ও জয়রাম হাথওয়ার। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত এ প্রতিযোগিতায় টানা সাফল্যের স্বাক্ষর রেখেছে ভারতীয় বংশোদ্ভূত ছেলেমেয়েরা। বাংলাদেশেও প্রতি বছর স্পেলিং বি প্রতিযোগিতার আয়োজন করে চ্যাম্পস টোয়েন্টিওয়ান ডটকম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন