সাগর নিয়ে জানা-অজানাঃ কৃষ্ণ সাগর

কৃষ্ণ সাগর ইউরোপের দক্ষিণপূর্বে অবস্থিত ভূবেষ্টিত একটি সাগর। এশিয়া মহাদেশের একদম পশ্চিমে এবং তুরস্কের কোল ঘেঁসে এই সাগরের অবস্থান।

কৃষ্ণ সাগর তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন, রাশিয়া এবং জর্জিয়া দ্বারা চারপাশে বেষ্টিত।

বসফরাস প্রণালী দ্বারা এই সাগর যুক্ত হয়েছে ভূমধ্যসাগরের সাথে, এরপর মারমারা সাগর এবং দার্দানেলিস প্রণালী হয়ে দক্ষিণে এজিয়ান সাগর এবং ক্রিট সাগরের সাথে যুক্ত হয়েছে। কৃষ্ণ সাগর ক্রার্চ প্রণালী দ্বারা আজভ সাগরের সাথেও সংযুক্ত। এই সাগর পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়াকে বিভক্ত করেছে।

কৃষ্ণ সাগরের মধ্যে অনেকগুলো নদী এসে মিলিত হলেও এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দানিয়ুব ও দিপ্র নদী।

আজভ সাগর বাদ দিয়ে কৃষ্ণ সাগরের আয়তন ৪,৩৬,৪০০ বর্গকিমি, সর্বোচ্চ গভীরতা ২,২১২ মিটার এবং পানির আয়তন ৫,৪৭,০০০ ঘনকিমি।

কৃষ্ণ সাগর ভৌগোলিক এবং বাণিজ্যিক উভয় দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। বছরে প্রায় ৩ লাখ টন মাছ ধরা হয় এ সাগর থেকে। প্রচুর বাণিজ্যিক মালামাল পরিবহণকারী জাহাজও চলাচল করে এই সাগর দিয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন