হয়ে যাও খুদে নির্মাতা

বছর ঘুরতে না ঘুরতেই আবারো সময় হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিশু চলচ্চিত্র উৎসব আয়োজনের। আসছে ২০১৬ সালের ২৩ থেকে ২৯ জানুয়ারি ঢাকার শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় গণগ্রন্থাগারে বসতে যাচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের রঙিন আসর।

চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে এই উৎসবের নবম আসর এটি। বরাবরই শিশুদের তৈরি এবং শিশুদের জন্য নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দিয়েই সাজানো হয় এই উৎসব।

অনুর্ধ্ব ২৫ বছরের যে কোন ব্যক্তিই অংশগ্রহণ করতে পারেন এই উৎসবে। ইতিমধ্যেই উৎসবের জন্য চলচ্চিত্র জমা দেয়ার আহ্বান করার কাজও শুরু হয়ে গেছে।

মোট তিনটি বিভাগে জমা দেয়া যাবে শর্টফিল্মগুলো।
-অনূর্ধ্ব ১৮ বছর বয়সী নির্মাতারা যে কোন বিষয়ে সর্বোচ্চ ২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দিতে পারবেন।

-১৯ থেকে ২৫ বছর বয়সী নির্মাতারা যে কোন বিষয়ে সর্বোচ্চ ২৫ মিনিট দীর্ঘ চলচ্চিত্র জমা দিতে পারবেন।

আর সামাজিক চলচ্চিত্র বিভাগে অনূর্ধ্ব ২৫ বছর বয়সীরা 'শিশু নির্যাতন ও শিশুদের অধিকার' বিষয়ের ওপর সর্বোচ্চ ২৫ মিনিট দৈর্ঘ্যের নির্মিত চলচ্চিত্র জমা দিতে পারবেন।
একটি চলচ্চিত্রে দুইজন পরিচালকও গ্রহণযোগ্য। চলচ্চিত্র জমা দেবার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০১৫।

শর্টফিল্ম জমা দেবার জন্য আগে রেজিস্টার করতে হবে এই ঠিকানায়-
https://www.cfsbangladesh.org/submissions

ফিল্ম জমা দেবার বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.cfsbangladesh.org এই ঠিকানায়।

বন্ধুরা আর দেরি না করে তৈরি হয়ে যাও ক্যামেরা হাতে। আর তোমার কল্পনার জগতকে নামিয়ে নিয়ে এসো বাস্তবের রূপালি পর্দায়। সব খুদে নির্মাতাদের জন্য রইলো আগাম শুভকামনা।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন