৫৮ কোটি অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক

চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ৫৮ কোটি ৩০ লাখ অ্যাকাউন্ট ডিলিট করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নীতিমালার পরিপন্থী হওয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

মূলত ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য কেলেঙ্কারির পর এই অ্যাকাউন্টগুলো ডিলিট করা হয়েছে। উক্ত ঘটনার পর অনেক চাপের মুখে রয়েছে ফেসবুক। ব্রিটেন সরকারের তদন্ত ও আস্থার সংকটের ভিতরে থাকায় এখন সব ধরণের সমালোচনা থেকে দূরে সরে থাকতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক জানিয়েছে, এসব অ্যাকাউন্ট ডিলিট করার পরেও অন্তত ৩ থেকে ৪ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে সাইটটিতে। অ্যাকাউন্ট ডিলিটের পাশাপাশি প্রায় ৮৪ লাখ অবাঞ্চিত ম্যাসেজ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৩৪ লাখ বিভৎস ছবিও ডিলিট করা হয়েছে।

এছাড়া আপত্তিকর ম্যাসেজ পাঠানোর কারণে প্রায় ৩ কোটি ব্যবহারকারীকে সতর্ক করা হয়েছে। ব্যবহারকারীদের তথ্যের ভিত্তিতে (রিপোর্ট) অধিকাংশ পোস্ট সনাক্ত করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন