গোলাপের জিন রহস্য উন্মোচন

গোলাপের ‘জিনোম সিকোয়েন্স’ বা জিনগত কাঠামো উন্মোচন করেছেন বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী। এবার তারা বলছেন এ ডিএনএ কোডিং কাজে লাগিয়ে গোলাপকে তারা আরও উন্নত এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন।

কয়েকটি দেশের বিজ্ঞানীদের একটি দল এই গবেষণা করেছে। গবেষণায় অংশ নিয়েছেন ফ্রান্স, জার্মানি, চীন এবং ব্রিটেনের ৪০ বিজ্ঞানী।

ফ্রান্সের লিও শহরে এই গবেষণা প্রকল্পটিতে নেতৃত্ব দিয়েছেন মোহামেদ বেনদাহমানে। তিনি জানান, আট বছর ধরে গবেষণার পর তারা খুঁজে পেয়েছেন কোনও জিন গোলাপের গন্ধ তৈরি করে। আর কোনও জিন রঙ তৈরি করে। এছাড়া কোনও জিনটি ফুলের স্থায়িত্ব বাড়ায়।

এ গবেষণার ফলে আগামীতে নতুন রঙ এবং গন্ধসমৃদ্ধ গোলাপ তৈরি করা যাবে। গোলাপ চাষীরা এখন আরও সুন্দর রঙ এবং মিষ্টি গন্ধের নতুন জাতের গোলাপ চাষ করতে পারবেন।

কিন্তু সমালোচকরা বলছেন, প্রাকৃতিকভাবে উৎপন্ন গোলাপই সেরা। এর চেয়ে উন্নত কোনও কৃত্রিম গোলাপ তৈরির কী কোনও প্রয়োজন আছে?

সূত্র : ইনডিপেনডেন্ট ও কালেরকন্ঠ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন