ভাঁজ করা ফোন আনছে হুয়াওয়ে

ভাঁজ করা ডিসপ্লের স্মার্টফোন বাজারে আসবে এমন আলোচনা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এবার সত্যিই দেখা মিলবে এই ফোনের। ভাঁজ করা ডিসপ্লে তৈরিতে স্যামসাং এগিয়ে থাকলেও এমন ডিসপ্লের স্মার্টফোন বাজার আনার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি। কারণ তার আগেই বাজারে ভাঁজ করা ফোন আনছে হুয়াওয়ে।

নিক্কেই এশিয়ার রিভিউতে প্রকাশিত তথ্যমতে, ভাঁজ করা স্মার্টফোন বাজারের প্রথম অংশীদার হতে যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। মূলত স্যামসাংকেই টেক্কা দিতে তারা এই উদ্যোগ নিয়েছে।

আগামী বছরের প্রথম দিকেই এই ফোন বাজারে আসতে পারে, যাতে চীনের বিওই টেকনোলজি গ্রুপের তৈরি নমনীয় ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে। প্রথমদিকে মাত্র ৩০ হাজার ইউনিট স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে হুয়াওয়ে।

অপরদিকে আগামী বছরের যেকোনও সময়ে বাজারে আসতে পারে স্যামসাংয়ে ভাঁজ করা স্মার্টফোন। বাজার বিশ্লেষকদের মতে, স্যামসাংয়ের ফোনটি অ্যাপলের আইফোন ৮ অথবা ৮ প্লাসের চেয়ে পাতলা হবে না। পুরো ফোনটি খোলার পর এর স্ক্রিণ হবে ৭ দশমিক ৩ ইঞ্চির।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন