এক চার্জে ২৫০ মাইল যাবে হুন্দাই কনা ইলেকট্রিক

নিউ ইয়র্ক অটো শোতে কোরিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই তাদের পরবর্তী ইলেকট্রিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) এর ঘোষণা দিয়েছে। আর এই গাড়িটির সবচেয়ে আলোচিত বিষয় হলো- এটি একবার চার্জে ২৫০ মাইল পর্যন্ত যেতে পারবে, যা সিভি বোল্ড কিংবা রেগুলার টেসলা মডেল ৩ এর চেয়েও এগিয়ে।

হুন্দাই কনা ইলেকট্রিক মডেলের ফ্রন্ড-হুইল-ড্রাইভের এই গাড়িটিতে থাকছে ৬৪কিলোওয়াট ব্যাটারি যা মাত্র ৫৪ মিনিটে ডিসি ফাস্ট চার্জিং সুবিধায় ৮০ শতাংশ চার্জ হবে। আর দ্বিতীয় চার্জিং প্রক্রিয়ায় পুরোপুরি চার্জ হতে সময় লাগবে ৯ ঘন্টা ৩৫ মিনিট, যা সাধারণত সারারাত ধরেই করা হয়ে থাকে।

এর ব্যাটারিটিতে সংযুক্ত একটি মোটর থাকবে যা ২০১ হর্সপাওয়ার ও ২৯১ পাউন্ড টর্ক আউটপুট দেবে। এটি গ্যাসে চালিত কনা গাড়ির চেয়ে অতিরিক্ত ২৬ হর্সপাওয়ার ও টর্ক তৈরি করতে পারবে।

দেখতে অনেকটা আগের সংস্করণের (গ্যাসচালিত কনা) মতো হলেও কিছুটা পার্থক্য আনা হয়েছে এতে। গাড়িটির সামনে চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের চার্জিংয়ের ক্ষেত্রে বেশ সুবিধা দেবে।

এ বছরের শেষ দিকে গাড়িটি বাজারে আসবে। তবে দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি হুন্দাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন