PI দিবস

আমাদের অনেকের অজান্তেই এ বছরের মার্চের ১৪ তারিখ পালিত হয়েছে একটি বিশেষ দিন হিসেবে। বিশ্বজুড়ে এ দিনটি পালন করা হয়েছে ‘পাই (PI) দিবস’ হিসেবে। ‘পাই’ হচ্ছে একটি গাণিতিক ধ্রুবক যার মান হচ্ছে ৩.১৪১৫।

ইংরেজি রীতিতে ২০১৫ সালের মার্চের ১৪ তারিখ লেখা হয়েছে ৩.১৪.১৫ হিসেবে যা পাইয়ের মানের সমান। প্রকৃতপক্ষে পাইয়ের মান হচ্ছে ৩.১৪১৫৯২৬৫৩৫……(এরকমভাবে আজীবন চলতে থাকবে)। দশমিকের পর ২ ট্রিলিয়নেরও বেশি অংক গণনা করে পাওয়া গিয়েছে।

এমনিতেই কিছু কিছু দেশে প্রতিবছরই মার্চের ১৪ তারিখকে পাই দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু ২০১৫ সালের এই দিনটি যেন একটু বেশিই স্পেশাল ছিল। হবেই বা না কেন, প্রতি ১০০ বছরে আসে এরকম একটা দিন।

তবে এই দিনের রাত ৯টা বেজে ২৬ মিনিট ৩৫ সেকেন্ড ছিল আরও স্পেশাল। কেননা পাইয়ের মানের পরের অংকগুলোর সাথেও এগুল মিলে যায়।

এদিন বিশ্বের বহু মানুষ গোলাকার পিৎজ্জা বা পাই খেয়ে অথবা উপহার দিয়ে দিনটি উদযাপন করেছেন। পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই দিনে জন্মগ্রহণ করেন। আরেকটা মজার বিষয় হচ্ছে 3.14 কে যদি আয়নার দিকে ধরা হয় তাহলে এত প্রতিবিম্বের রূপ হয় ‘PIE’ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন