হুয়াওয়ে ডিভাইসের দাম কমলো

দেশের বাজারে জনপ্রিয় চারটি ডিভাইসের দাম কমিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

১০ হাজার ৩৯০ টাকা দামের হুয়াওয়ে মিডিয়াপ্যাড টি৩ ৭ (এক গিগাবাইট র্যাম ও ৮ গিগাবাইট মেমরি) এখন কেনা যাবে ৯ হাজার ৬৯০ টাকায় এবং ২০ হাজার ৩০০ টাকা দামের মিডিয়াপ্যাড টি৩ ১০ পাওয়া যাবে ১৯ হাজার ৪৯০ টাকায়।

চার ক্যামেরার জনপ্রিয় হ্যান্ডসেট হুয়াওয়ে নোভা টুআই-এর দাম ২৬ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে ২৪ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, হুয়াওয়ে ওয়াইথ্রি ২০১৭ পাওয়া যাবে ৭ হাজার ৯৯০ টাকার বদলে ৭ হাজার ৩৯০ টাকায়।

এ প্রসঙ্গে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন বলেন, “আমাদের পণ্যগুলো সম্মানিত ক্রেতাদের মাঝে সাশ্রয়ী দামে নিয়ে আসার ক্ষেত্রে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ। হুয়াওয়ের প্রতি এ দেশের মানুষের ভালোবাসার প্রতিদানস্বরূপ আমরা ভবিষ্যতে আরও আকর্ষণীয় অফার নিয়ে আসবো।”

দেশব্যাপি ৬৪টি জেলায় অবস্থিত সকল হুয়াওয়ে ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেট থেকে হুয়াওয়ে ডিভাইসগুলো পাওয়া যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন