T20 বিশ্বকাপের ভেন্যু সমাচার (পর্ব-৪)

২০১৬ সালের T20 বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। মোট ৮টি ভেন্যুতে আয়োজন করা হচ্ছে সবগুলো খেলা। সেসব স্টেডিয়াম নিয়েই আমাদের এই ভেন্যু সমাচার। আজকের পর্বে থাকছে দিল্লী ও চেন্নাই।

দিল্লী

ধারণক্ষমতাঃ ৪২ হাজার

দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয় ১৮৮৩ সালে। ইডেন গার্ডেনের পর এটি ভারতের সবচেয়ে পুরাতন স্টেডিয়াম।

১৯৮৩ সালে সুনীল গাভাস্কার এই স্টেডিয়ামে তার ২৯তম সেঞ্চুরি করে ডন ব্রাডম্যানের সমানে আসেন। ২০০৫ সালে ঠিক এই স্টেডিয়ামেই শচীন টেন্ডুলকার তার ৩৫তম সেঞ্চুরি করে গাভাস্কারের রেকর্ড ভাঙেন। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে দৃষ্টান্ত গড়েন এখানেই।

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে একটি সেমিফাইনালসহ মোট ৪টি খেলা অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ ইংল্যান্ড বনাম গ্রুপ-বি সেরা দল, ২৬ মার্চ ইংল্যান্ড বনাম শ্রীলংকা এবং ২৮ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলংকা।

চেন্নাই

ধারণক্ষমতাঃ ৩৮ হাজার

চেন্নাইয়ে অবস্থিত এম এ চিদাম্বারাম স্টেডিয়াম ১৯১৬ সালে প্রতিষ্ঠিত ভারতের আরেকটি পুরনো স্টেডিয়াম। সাবেক বিসিসিআই প্রেসিডেন্টের নামে নামকরণ করা এটি চিপক স্টেডিয়াম নামেও পরিচিত।

১৯৩৪ সালে চিপক স্টেডিয়ামে সর্বপ্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে এই স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২য় টাই ঘটেছিল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে।

২০১৬ টি২০ বিশ্বকাপে এ মাঠে পুরুষদের কোন খেলা হবে না। নারীদের ৫টি ওয়ার্ম-আপ এবং মূলপর্বের ৪টি খেলা অনুষ্ঠিত হবে এখানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন