এক আপেলের জন্য ৫০০ ডলার জরিমানা

ভ্রমণের সময় নিরাপত্তা ও কাস্টমস তল্লাশীর মধ্য দিয়ে যাওয়া কারো কাছেই সুখকর মনে হয় না। এটি শুধুমাত্র ভোগান্তির নয়, কখনও কখনও অনেক অর্থ গচ্চা দেয়ার কারণও হয়ে যায়।

তেমনই একটা ঘটনা ঘটেছে গত সাপ্তাহিক ছুটির দিনে। মাত্র একটি আপেলের জন্য এক বিমানযাত্রী মহিলাকে ৫০০ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের শুল্ক দফতর। বাংলাদেশি মুদ্রায় এর পরিমান প্রায় ৪০ হাজার টাকা।

ক্রিস্টাল টেডলক নামের ঐ মহিলা জানান, বিমানে প্যারিস থেকে আমেরিকায় পাড়ি দেয়ার সময়, অন্যদের সঙ্গে তাকেও একটি আপেল দেয়া হয়েছিলো। তিনি না খেয়ে আপেলটি সাথে রেখে দেন। কিন্তু এতেই বিপত্তি দেখা দেয়।

টেডলক যখন শুল্ক তল্লাশীর মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন কর্মকর্তারা তার কাছে একটি আপেল রয়েছে দেখে ৫০০ ডলার জরিমানা করে। তার কোনও অনুরোধ তারা রাখেননি। মূলত বিমানে কোনও খাবার সাথে রাখা নিষিদ্ধ, বিষয়টি বুঝতে না পেলে টেডলককে এই অর্থ গচ্চা দিতে হয়।

তবে টেকলককে শুধু জরিমানাই নয়, তিনি গ্লোবাল এন্ট্রি স্ট্যাটাসও হারিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন