অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে দুর্লভ তিমি

অত্যন্ত দুর্লভ ‘অমুরা’ তিমি সম্প্রতি দেখা গিয়েছে অস্ট্রেলিয়ায়। তবে দুঃখের বিষয় তিমিটিকে সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়ায় এই জাতের তিমি এই নিয়ে দেখা গেছে দ্বিতীয়বারের মত।

আর সারা বিশ্বেও এই জাতের তিমির দেখা মিলেছে খুবই স্বল্প সংখ্যকবার। এই তিমি এতোটাই দুর্লভ যে এদের স্বভাব-চরিত্র সম্পর্কেও বিজ্ঞানীদের জ্ঞান খুব কম।

অস্ট্রেলিয়ার শহর পার্থ থেকে ১২৬৫ কিলোমিটার দূরে এক্সমাউথ নামক এক ছোট শহরের দূরবর্তী একটি উপকূলে পাওয়া গিয়েছে এই মৃত তিমিটি।

অস্ট্রেলিয়ার পরিবেশ মন্ত্রী আলবার্ট জ্যাকব বলেন, ‘অস্ট্রেলিয়া এবং বিশ্বের তিমি গবেষকদের কাছে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা এই তিমি খুবই অল্প দেখা যায় এবং আমরা এদের সম্পর্কে জানিও কম। ‘অমুরা’ তিমি সম্পর্কে প্রথম বর্ণনা করা হয় ২০০৩ আলে একটি বিজ্ঞান পত্রিকায়। পরবর্তীতে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদের দেখা মেলা ভার হয়ে যায়। অবশ্য এদের বসবাস এলাকা নিয়ে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই গবেষণা চালিয় আসছিল’।

তিনি আরও বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা একন পর্যন্ত তিমি সম্পর্কে অনেক কিছুই আবিষ্কার করেছেন। কিন্তু নতুন এই আবিষ্কারের মাধ্যমে আমাদের অনেক প্রশ্নেরই উত্তর মিলবে বলে আশা করছি’।

International Union for Conservation of Nature এর বরাত অনুযায়ী, এর আগে জাপান সাগর এবং সলোমন সাগরে অল্প কিছু অমুরা তিমির সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু এদের ব্যাপারে খুব বেশি কিছু জানা না থাকায় এদের সংখ্যা ঠিক কত সেটা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

মৃত তিমিটি ১৮ ফিট লম্বা একটি অল্পবয়সী নারী তিমি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এটি অমুরা তিমি।

সরু দেহ, মসৃণ ত্বক এবং কংকালের কিছু বৈশিষ্টের কারণে অমুরা তিমিকে অন্যান্য তিমি থেকে আলাদা করা গেছে। মাঝে মাঝে ভুলবশত অনেকে এদেরকে ছোটপাখনা তিমি বা ব্রাইড তিমির সাথে গুলিয়ে ফেলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন