জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের চারটি পদক জয়

0
23049

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ চারটি পদক অর্জন করেছে। গত ১১ ডিসেম্বর নেদারল্যান্ডসের আর্নহেম শহরের মিউসিস হোটেলে অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) সমাপনী পর্বে বিজয়ীদের পদক দেওয়া হয়।

আবসার খান সিয়াম (মতিঝিল আইডিয়াল স্কুল)-রৌপ্য পদক এবং আহমেদ নাফিস ফারহান (উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ), রুবায়াত জালাল (রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল) ও ইমতিয়াজ তানভীর রহিম (বরিশাল জিলা স্কুল) এই তিনজন ব্রোঞ্জ পদক অর্জন করে।

আইজেএসও-এর জন্য এই দলটি নির্বাচন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। পৃষ্ঠপোষকতা করে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগি হিসেবে ছিলো প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার ছিলো বিজ্ঞানচিন্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন