আসছে ‘দ্য বর্ন বিট্রেয়াল’

২০০২ সালে মুক্তি পায় ‘বর্ন’ সিরিজের প্রথম সিনেমা ‘দ্য বর্ন আইডেন্টিটি’। সিনেমাটি পরিচালনা করেছিলেন ডাগ লিম্যান। এরপর ২০০৪ এবং ২০০৭ সালে যথাক্রমে মুক্তি পায় ‘দ্য বর্ন সুপ্রিমেসি’ এবং ‘দ্য বর্ন আল্টিমেটাম’ নামের এই সিরিজের আরও দুইটি সিনেমা। তবে এই দুটি সিনেমা পরিচালনা করেন পল গ্রিনগ্রাস।

তিনটি সিনেমাতেই কেন্দ্রিয় জেসন বর্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা ম্যাট ডেমন। কিন্তু ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজের চতুর্থ সিনেমা ‘দ্য বর্ন লিগেসি’তে ডেমনের বদলে মুখ্য চরিত্রে দেখা গেছে জেরেমি রেনারকে। সিনেমাটি পরিচালনা করেন টনি গিলরয়। 



এবার ২০১৬ সালে মুক্তি পাচ্ছে বর্ন সিরিজের পরের সিনেমা ‘দ্য বর্ন বিট্রেয়াল’। এ সিনেমায় জেসন বর্ন চরিত্রে পুনরায় দেখা যাবে ম্যাট ডেমনকে। একইসাথে এ সিনেমার মাধ্যমে পল গ্রিনগ্রাসও ফিরছেন পরিচালনায়।

ডেমন বলেন, ‘২০১৬ সালে পরের সিনেমাটি মুক্তি পাবে। পল গ্রিনগ্রাসই এটা পরিচালনা করবেন, এটাই আমি এখন বলতে পারি। আমি এখন কেবল তার হ্যাঁ-এর অপেক্ষায় আছি।’ তবে আইএমডিবি’র তথ্য অনুযায়ী একই সিনেমায় অ্যারন ক্রস চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জেরেমি রিনারকেও।

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন