অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে বর্তমানে ইন্টারনেটে ডোমেইন তথা ওয়েবসাইট অ্যাড্রেসের সংখ্যা কতো? ইন্টারনেট নিরাপত্তা ও ডোমেইন নামের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা ভেরিসাইন প্রকাশিত তথ্য মতে, বর্তমানে বিশ্বে ইন্টারনেট ডোমেইনের সংখ্যা ৩৩ কোটি ৭০ লাখ।
এ বছরের তৃতীয় প্রান্তিকে সব টপ-লেভেল ডোমেইনস (টিএলডিএস) মিলিয়ে নিবন্ধিত ডোমেইনের এ সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভেরিসাইন জানিয়েছে, গত বছরের তুলনায় ডোমেইন নাম নিবন্ধনের সংখ্যা বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। ডটকম ও ডটনেট টিএলডিএস একসঙ্গে মোট ডোমেইন সংখ্যা বর্তমানে ১৪ কোটি ৫৮ লাখ। এর মধ্যে ডটকমের সংখ্যা ১৩ কোটি ৮০ লাখ।
গত এপ্রিল থেকে জুন মাসে এই দুই ডোমেইনের নিবন্ধন ছিলো ১৪ কোটি ৪৩ লাখ। এছাড়া ডটনেট ডোমেইনের সংখ্যা দেড় কোটির অধিক।