ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর। বিশ্বজুড়ে ব্রডব্যান্ড ও ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহারকারীদের গড় ইন্টারনেট গতি আগের চেয়ে বেড়েছে। এর মানে হচ্ছে কোন ওয়েবসাইটে ঢুকতে, কোন গান বা ভিডিও শুনতে এবং ইন্টারনেটে কোন ফাইল শেয়ার করতে এখন আরও কম সময় দরকার পড়বে।
স্পিডটেস্ট এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই প্রথমবারের মত গড় ইন্টারনেট ডাউনলোডের গতি ৫০ মেগাবাইট/সেকেন্ড ছাড়িয়ে গিয়েছে। গত বছর জুন মাসে সর্বোচ্চ ডাউনলোড গতি ছিল ৫৪ মেগাবাইট/সেকেন্ড যা এবছর ৪২ শতাংশ বেড়েছে। ডায়াল-আপ ইন্টারনেটের চেয়ে ১০০০ গুন বেশি গতিশীল এই ইন্টারনেটের একটি বড় অর্জন এটি।
আপলোডের গতি ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৮৮ এমবিপিএস। ফলে ভিডিও চ্যাট এখন আরও সহজ হবে।
জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রায় ৬ কোটি পরীক্ষার পরে এই প্রতিবেদন প্রকাশ করেছে স্পিডটেস্ট।
ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। তবে শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেটের গতির বেশ পার্থক্য রয়েছে।