দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। ক্রিকেট মহাযজ্ঞের এ আসর মাঠে গড়ানোর আর খুব বেশী দিন বাকি নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ভেন্যুতে গড়াচ্ছে বিশ্ব সেরা নির্ধারণের লড়াই। এবার এতে অংশ নিচ্ছে ১৪টি দল। বিশ্বকাপের এই দলগুলোর ধারাবাহিক পরিচিতির ১ম পর্বে আজ থাকছে আফগানিস্তান।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় স্বপ্নের ক্রিকেট আসরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান। বিশ্বকাপে বিশতম দল হিসেবে অভিষেক ঘটবে তাদের।
২০১১-২০১৩ সালে আইসিসি এর সহযোগী দেশগুলো নিয়ে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট লীগ। মোহাম্মাদ নবীদের নৈপুণ্যে লিগে ২য় স্থান অধিকার করে ২০১৫ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি।
নিজেদের মানচিত্রকে ক্রিকেট বিশ্বের কাছে পরিচিত করে তুলতে বিশ্বকাপে আফগানিস্তান দল লড়বে। প্রতিপক্ষ দলগুলোর বিপরীতে তেমনভাবেই লড়বে আফগানিস্তান।
এবারের বিশ্বকাপে গ্রুপ “এ” থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং বাংলাদেশ দলের বিপরীতে নিজেদের শ্রেষ্ঠ খেলাটা খেলতেই মাঠে নামবে আফগানিস্তান দল। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে ১৮ ফেব্রুয়ারি বিশ্বকাপে আফগানদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।
গত বছর বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে চমক দেখিয়েছিল মোহাম্মদ নবীর এই দল। বাংলাদেশকে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন যুদ্ধবিধ্বস্ত এই দেশের ক্রিকেটাররা।
বিশ্বকাপের জন্য প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে। দলটিতে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় থাকায় চমৎকার একটি ভারসাম্য থাকবে। দলটির কোচ অ্যান্ডি মোলস এমনটাই আশা করছেন। উল্লেখ্য ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ানডে র্যাঙ্কিয়ে আফগানিস্তানের অবস্থান ১১তম।
এক নজরে আফগানিস্তান ক্রিকেট দল
বিশ্বকাপে অংশগ্রহন: এবারই প্রথম
সেরা সাফল্য: নেই
কোচ: অ্যান্ডি মোলস (ইংল্যান্ড)
১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ নবী (অধিনায়ক) নওরোজ মঙ্গল, আসগর স্টানিকজাঈ, সামিউল্লাহ শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটকিপার), নাজিবুল্লাহ জাদরান, নাসির জামাল, মিরওয়াইস আশরাফ, গুলবাদিন নাইব, হামিদ হাসান, শাপুর জাদরান, দৌলত জাদরান, আফতাব আলম, জাভেদ আহমদি ও উসমান গনি।
স্ট্যান্ডবাই: শফিকুল্লা শাফাক, হাশমাতুল্লা শাহিদি, শারফুদ্দিন শার্ফ, ইজাতুল্লা দৌলতজাই।
যারা নজর কাড়তে পারেন: মোহাম্মদ নবী, শাপুর জাদরান।
বাদ পড়া তারকা: ওপেনার মোহাম্মদ শেহজাদ।