ক্রিশ্চিয়ানো রোনালদো এখন আর শুধু পর্তুগাল বা রিয়াল মাদ্রিদের নায়কই নয়। ফুটবলের বাইরেও এখন তার অর্জন অনেক। সোশ্যাল মিডিয়া, ফ্যাশন আর সামাজিক বিভিন্ন দায়িত্ব পালনে অনেক তারকার চাইতেই এগিয়ে আছেন তিনি।
তারকারাজির নাম
রোনালদো এখন শুধু একজন তারকার নামই নয়, সত্যিকারের একটি তারকারাজির নামকরণও করা হয়েছে তার নামে। এ বছরের শুরুর দিকে লিসবন ইউনিভার্সিটির একদল গবেষক একগুচ্ছ তারা আবিষ্কার করেন যেগুলোর জন্ম হয়েছিল ১৩ বিলিয়ন বছর আগে এবং পৃথিবীর প্রাণের বিকাশে এদের ভূমিকাও ছিল। এই গ্যালাক্সির নাম রাখা হয়েছে সি.আর-৭।
ব্রোঞ্জের মূর্তি
রোনালদোকে অমর করে রাখার প্রয়াস নিয়ে তার জন্মস্থান মাদেইরা দ্বীপে তৈরি করা হয়েছে একটি ব্রোঞ্জের মূর্তি। ৬ ফুট উঁচু এবং ৮০০ কিলোগ্রাম ওজনের এই মূর্তিটি তৈরি করা হয় গত বছর। এই ফুটবলারের নিজের পরিচালনায় চালানো রোনালদো জাদুঘরের অর্থায়নে এই মূর্তি নির্মাণ করা হয়েছে।
ফ্যাশন ব্র্যান্ড
দুর্দান্ত স্টাইলিশ রোনালদো চালু করেছেন নিজের নামে একটি ফ্যাশন ব্র্যান্ড। নাম সিআর-৭। রোনালদো নিজেই এর মডেল। ব্র্যান্ডটি অন্তর্বাস, জুতা এবং শার্ট তৈরি করে।
রোনালদোর কপি
ড্যান শান্টা রোনালদো নামের এক যুবকের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়াতে সে নিজের নাম রেখেছে রোনালদোর সাথে মিলিয়ে, পোশাক-আশাকও পরে তার মত করে। আচার-আচরণেও অনুসরণ করে এই কৃতি ফুটবলারকে। তার এহেন পাগলামির জন্য টুইটারে তার ফলোয়ার ১৬ হাজার আর ইন্সটাগ্রামে ১১ হাজার।
সোশ্যাল মিডিয়ার রাজা
শান্টার ফলোয়ার খুব বেশি না হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিন্তু সোশ্যাল মিডিয়ার রাজা বলা চলে। মেসি সেরা না রোনালদো এই নিয়ে বিতর্ক থাকলেও ফেসবুক আর টুইটারে এগিয়ে আছেন রোনালদোই। এই তারকার ফেসবুক পেজে লাইকের সংখ্যা ১০৭ মিলিয়ন যেখানে মেসির লাইক ৮১ মিলিয়ন। আর টুইটারে রোনালদোর ফলোয়ার ৩৫ মিলিয়নেরও বেশি।
রোনালদোর নামে সিনেমা
ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা অ্যান্থনি ওনকে রোনালদোকে নিয়ে তৈরি করেছেন চলচ্চিত্র। এ সিনেমাতে এই ফুটবল তারকার ব্যক্তিগত জীবনের অনেক খুঁটিনাটি ঘটনা বের হয়ে এসেছে। নভেম্বরের ৯ তারিখ লন্ডনে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।