অলিম্পিকে একের পর এক স্বর্ণ জিতেই চলেছেন মাইকেল ফেলপস। মঙ্গলবার রিও’র সুইমিং পুলে অনন্য কীর্তি গড়েছেন এই মার্কিন সাঁতারু। বিশ্বের সবচাইতে সফল এই অলিম্পিয়ান জিতে নেন রেকর্ড সৃষ্টিকারী ২১তম অলিম্পিক সোনা। একইসাথে আসরের ২য় সোনা জিতে পুলে কর্তৃত্ব দেখিয়েছেন মার্কিন নারী ক্যাটি লিডেকি।
২০০৪ ও ২০০৮ সাল উভয়েই ২০০ মিটার বাটারফ্লাই সাঁতারে স্বর্ণ জেতেন ফেলপস। কিন্তু ২০১২ সালের লন্ডন অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার শাদ লি ক্লসের কাছে অপ্রত্যাশিতভাবে পরাজিত হন তিনি। এরপর খেলাধুলা থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও ২ বছর পর আবারও সাঁতারে ফিরে আসেন এই জলমানব। আর এসে গতবারের শোধটাও নিলেন বেশ ভালভাবেই।
১ মিনিট ৫৩.৭৩ সেকেন্ডে শেষ করেন ফেলপস। রৌপ্য ও ব্রোঞ্জ জেতেন যথাক্রমে জাপানের মাসাতো সাকাই ও হাঙ্গেরির তামাস কেন্ডারেসি। আগেরবারের স্বর্ণবিজয়ী ক্লস আসেন চতুর্থ স্থানে।
এরপর ৪×২০০ মিটার রিলেতেও আমেরিকার হয়ে স্বর্ণ জয়ে অবদান রাখেন ফেলপস। সর্বমোট আমেরিকার পক্ষে ফেলপসের স্বর্ণ ২৫টি।