শেষ হলো ৩২তম হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভাল। প্রতিবছরের মত এবারও এ উৎসব অনুষ্ঠিত হয়েছে চীনের হারবিন শহরে। এক মাসব্যাপী এ উৎসব শুরু হয়েছিল জানুয়ারির ৫ তারিখ, শেষ হয়েছে ফেব্রুয়ারির ৫ তারিখ। তবে আবহাওয়ার ওপর নির্ভর করে এ উৎসবের সময়সূচী পরিবর্তিত হয় অনেক সময়।
হারবিন ফেস্টিভাল বিশ্বের অন্যতম বড় আইস অ্যান্ড স্নো ফেস্টিভাল। এখানে বরফ কেটে প্রকৃত আকারের বিভিন্ন স্থাপত্য তৈরি করা হয়। এসব স্থাপত্যকে আবার বিভিন্ন রঙের আলো দিয়ে আলোকিতও করা হয়। এই হারবিন উৎসবে হাঁটলে আপনার মনে হবে আপনি একটি রূপকথার রাজ্যে হেঁটে বেড়াচ্ছেন যেখানে আপনার চারপাশে বরফ দিয়ে তৈরি করা সব দুর্গ, মূর্তি আর স্থাপত্য ছড়ানো।
এখানকার প্রতিলিপিগুলো সব বিখ্যাত জিনিসের যেমন তাজমহল, ফরবিডেন সিটি এসব। হারবিনের এই উৎসবের কারণে শহরটিকে ‘সিটি অফ আইস’ নামে ডাকা হয়। এই শহরে জানুয়ারি মাসের গড় তাপমাত্রা হচ্ছে -১৩ ডিগ্রি সেলসিয়াস।
হারবিন ফেস্টিভাল শেষ হতে না হতেই শুরু হয়েছে আরেকটি বিখ্যাত স্নো ফেস্টিভাল। এটির নাম স্যাপোরো স্নো ফেস্টিভাল। ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে জাপানে শুরু হয়েছে এই বার্ষিক উৎসবটি।