এই দিনে : ২৮ জানুয়ারি

২৮ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮ তম দিন। বছরটি শেষ হতে বাকি ৩৩৭ দিন (লিপইয়ারে ৩৩৮ দিন)। গত ৪০০ বছরে এই দিনটি অধিকাংশ সময়েই সোমবার, বৃহস্পতিবার অথবা শনিবার (৫৮ বার), মঙ্গলবার অথবা বুধবার (৫৭ বার) এবং শুক্রবার অথবা রবিবার (৫৬ বার) ছিলো।

চলুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ আরও কিছু বিষয়।

ঘটনাবলী
১৮৮২ – কলকাতা-বোম্বাই দুরালাপনি চালু হয়।
১৯৩২ – জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
১৯৩৩ – নাউ অর নেভার পুস্তিকা প্রকাশিত হয়।
১৯৪৫ – তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯ – তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
১৯৮২ – বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
১৯৮৬ – যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর স্পেস শাটল চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
২০১০ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ৫ জনকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।

জন্ম
১৮৬৫ – লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা। (মৃত্যুঃ ১৯২৮)
১৮৮২ – মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।

মৃত্যু
১৫৪৭ – ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী। (জন্মঃ ১৪৯১)
১৫৫৬ – হুমায়ুন, দ্বিতীয় মোঘল সম্রাট।
১৮৪০ – হাজী শরীয়তউল্লাহ
১৯৩৯ – উইলিয়াম বাটলার ইয়েটস, নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক।

তথ্যসূত্র : উইকিপিডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন