গেলো বছর অর্থ্যাৎ ২০১৪ সালে সার্চ ইঞ্জিন গুগলে সবচাইতে বেশি সংখ্যকবার সার্চ হওয়া শব্দগুলো সম্প্রতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। শব্দগুলো হচ্ছে-
– রবিন উইলিয়ামস (তিনি আমেরিকান একজন অভিনেতা ও কমেডিয়ান। গত বছর আগস্ট মাসে তিনি মারা যান।)
– ওয়ার্ল্ড কাপ (২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপ।)
– ইবোলা (২০১৪ সালে প্রাণঘাতী এই ভাইরাস পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষের প্রাণ নেয়।)
– এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ (এই চ্যালেঞ্জটি গত বছর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই চ্যালেঞ্জ করলে হয় আপনাকে মাথায় এক বালতি বরফঠাণ্ডা পানি ঢালতে হবে অথবা এএলএস’কে ১০০ ডলার দান করতে হবে।)
– ফ্ল্যাপি বার্ড (২০১৪ সালে এই মোবাইল গেমটি বেশ জনপ্রিয়তা লাভ করে।)
– কঞ্চিতা ওয়ার্স্ট (অস্ট্রিয়ান এই গায়ক ২০১৪ সালের ইউরোভিশন প্রতিযোগিতায় জয়লাভ করেন।)
– আইএসআইএস (ইসলামিক স্টেট নামক এই জঙ্গি সংস্থা ইরাক এবং সিরিয়ায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।)
– ফ্রোজেন (২০১৩ সালে ডিজনির এই অ্যানিমেশন সিনেমাটি মুক্তি পায় এবং অ্যানিমেশন সিনেমার মধ্যে সবচাইতে বেশি আয় করে।)
– সচি অলিম্পিক (২০১৪ সালে রাশিয়ার সচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমস।)