চমকে দিতে পারবে কী হংকং ক্রিকেট দল?

আসন্ন T20 বিশ্বকাপে বাছাই পর্বে খেলবে ৮টি (২ গ্রুপে) দল যাদের মধ্যে সেরা ২টি দল খেলবে মূল পর্বে। এই দলগুলো নিয়ে এ অংশে থাকছে কিছু সংক্ষিপ্ত পরিচিতি। আজকের দল হংকং।

 

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করার পর এশিয়ান এই ক্রিকেট দলটি ধীরে ধীরে উন্নতি করছে। টেস্ট স্ট্যাটাস না পেলেও বা ওয়ানডেতে ভাল করতে না পারলেও T20 ফরম্যাটে দলটির পারফর্মেন্স চোখে পড়ার মত।

এর আগে ২০১৪ সালের T20 বিশ্বকাপে অংশগ্রহণ করেছে হংকং। কোয়ালিফায়িং পর্বে নেপাল এবং আফগানিস্তানের বিরুদ্ধে হারলেও শেষ ম্যাচে তারা বাংলাদেশকে পরাজিত করে। পরবর্তীতে নেপাল এবং আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজ জয় করে তারা। হংকং দলের বাবর হায়াত আন্তর্জাতিক T20 তে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান। হাসিব আমজাদ ১৬ ম্যাচে মোট ২৪ উইকেট নিয়েছেন যা দলটির পক্ষে সর্বোচ্চ।

স্কোয়াডঃ Tanwir Afzal (অধিনায়ক), Mark Chapman (সহ-অধিনায়ক), Haseeb Amjad, Nadeem Ahmed, James Atkinson, Tanwir Ahmed, Ryan Campbell, Waqas Barkat, Babar Hayat, Christopher Carter, Aizaz Khan, Nizakat Khan, Anshuman Rath, Waqas Khan, Kinchit Shah.

স্টার প্লেয়ারঃ রায়ান ক্যাম্পবেল

কোচঃ সাইমন কুক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন