বাংলাদেশে মানুষের সংখ্যা কত? উত্তর হচ্ছে ১৬ কোটির কিছু বেশি। আবার যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে মানুষ আছে কত?
আমরা অনেকেই জানি এই সংখ্যা প্রায় ৭.২ বিলিয়ন। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় সারা পৃথিবীতে গাছের সংখ্যা কত? এটা বেশ কঠিন একটা প্রশ্ন। গাছের সংখ্যা গণনা করা কিছুটা মুশকিলই বটে।
তবে এই কঠিন কাজটিই করে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির একদল গবেষক।
তারা হিসেব করে বের করেছেন পৃথিবীতে বর্তমানে গাছের সংখ্যা প্রায় ৩.০৪ ট্রিলিয়ন বা ৩ লাখ ৪ হাজার কোটি। এর মানে হচ্ছে জনপ্রতি গাছ রয়েছে ৪২০টি। সংখ্যাটা কিন্তু অনেক কম।
গবেষণা বলছে, মানবসভ্যতা শুরু হওয়ার সময় পৃথিবীতে যে পরিমাণ গাছ ছিল এখন তার ৪৬ শতাংশ কমে গিয়েছে। বনাঞ্চল উজাড় করা এবং আমাদের আরও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রতি বছর পৃথিবী থেকে প্রায় ১৫শ কোটি গাছ কমে যাচ্ছে।