টুইটের শব্দসীমা হবে ১০ হাজার!

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এখন ১০ হাজার শব্দের মধ্যে টুইট করা যাবে, এমনটাই জানা গেছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে। বর্তমানে এ সংখ্যা ১৪০। অনেকে এই পদক্ষেপের সমালোচনা করলেও টুইটার কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে অানুষ্ঠানিক কিছু জানায়নি।

মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট রি-কোডে এই আর্টিকেল প্রকাশিত হয়। তাতে জানা যায়, মাইক্রোব্লগিং এই সামাজিক মাধ্যম টুইটে শব্দসংখ্যা ১০ হাজার হওয়ার নতুন ফিচার যোগ হতে যাচ্ছে শীঘ্রই।

তবে এটি কবে থেকে হচ্ছে সে ব্যাপারে টুইটার কর্তৃপক্ষ কিছু জানায়নি। প্রত্যাশিত শব্দের সংখ্যাও পরিবর্তিত হতে পারে।

বর্তমানে যে রকম টাইমলাইন রয়েছে সেটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই নতুন ফিচার চালু করবে টুইটার। এজন্য তারা একটি নতুন ভার্সনের ওপর পরীক্ষাও চালাচ্ছে।

২০০৬ সালে চালু হওয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির বর্তমানে প্রায় ৩০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন