ডিম পানিতে ভাসে !!

0
2343

কি কি লাগবেঃ

 ১। একটি ডিম

 ২। পানি

 ৩। লবণ

 ৪। বড় খাবার গ্লা 

 পরীক্ষাঃ

  • প্রথমে আধা গ্লাস পানি নিবো
  • ৩-৪ চামচ লবণ পানির সাথে মেশাতে হবে
  • এবার গ্লাসে আস্তে আস্তে পানি ঢালতে হবে। মনে রাখতে হবে লবণ পানি ও যে পানি ঢালছি তা যেন না মিশে যায়
  • এবার সাবধানে আস্তে করে পানিতে ডিমটা ছেড়ে দেয় ও দেখো কি হচ্ছে !

 কি দেখতে পাবোঃ

কিছুক্ষণ পরে দেখতে পাবে, ডিমটা গ্লাসের মাঝখানে পানিতে ভাসছে। লবণ পানির ঘনত্ব  সাধারণ পানির চেয়ে বেশী বলে ডিমটা লবণ পানির উপর ভাসবে। তাই পরীক্ষাটা করার সময় খেয়াল রাখতে হবে যেন লবণ পানি সাধারণ পানির সাথে না মিশে যায়।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন