ফিলিপাইন সম্প্রতি এক নতুন রেকর্ড করেছে। দেশটি ধাতব মুদ্রা দিয়ে সর্ববৃহৎ মোজাইকের মেঝে তৈরি করে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম লিখিয়েছে।
তারা ২৫২.৭৮ বর্গমিটার জায়গা জুড়ে একটি মোজাইক তৈরি করেছেন। আর এতে ব্যবহার করা হয়েছে প্রায় ৫ লাখ কয়েন।
কিন্তু এই ৫ লাখ কয়েনের মূল্য কত সেটাও একটা প্রশ্ন? ধাতব মুদ্রাগুলোর মূল্য হচ্ছে প্রায় ৩৫ লাখ ফিলিপাইন পেসো। মার্কিন ডলারে এটি প্রায় ৭৫ হাজার ডলার।
ফিলিপাইনের অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এ রেকর্ডটি করে তারা। ওয়েস্টার্ন ইউনিয়ন ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট প্যাট্রেশিয়া রিনজেন জানান, তারা নতুন এই বিশ্বরেকর্ডটি করতে পেরে ভীষণ খুশি।
মোজাইকে তারা কয়েন দিয়ে ২৫তম বার্ষিকীর লোগো তৈরি করেছেন। এটি তৈরি করতে তারা ব্যবহার করেছে ১ পেসো, ৫ পেসো, ১০ পেসো, ২৫ সেন্টাভো আর ১০ সেন্টাভোর মুদ্রা।
এর পূর্বের রেকর্ডটি করেছিল যুক্তরাষ্ট্র। তারা ১৫৬ বর্গমিটার জুড়ে ধাতব মুদ্রার একটি মোজাইক তৈরি করেছিল।