নিউট্রিনো গবেষণায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানে ২০১৫ সালের নোবেল পুরস্কার জিতে নিলেন দুই বিজ্ঞানী। মৌলিক কণিকা নিউট্রিনো নিয়ে গবেষণার জন্য তারা এ পুরস্কার পেলেন।পদার্থবিজ্ঞানে নোবেল পাওয়া বিজ্ঞানীরা হলেন- জাপানের তাকাআকি কাজিতা ও কানাডার আর্থার বি ম্যাকডোনাল্ড

রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের পক্ষ থেকে বলা হয়েছে, নিউট্রিনোর ভর নির্ণয়ে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। পদার্থের অধিকতম অন্তর্নিহিত কার্যকলাপ নিয়ে এ আবিষ্কার আমাদের ধারণা পরিবর্তন করে দিয়েছে। নিউট্রিনোস কণার চারিত্রিক পরিবর্তনের ভিত্তিতে নিউট্রিনোস কণার ভরের অস্তিত্ব প্রমাণ করেছেন দুই বিজ্ঞানী। নোবেল জুরি বোর্ডের আশা, নতুন এ আবিষ্কারে বিশ্ব পরিমণ্ডলের ইতিহাস, গঠন ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা পালন করবে।

জাপানে গবেষণার সময় তাকাআকি কাজিতা সুপার-কামিওকান্দে ডিটেকটর ব্যবহার করে প্রমাণ করেন বায়ুমণ্ডলে থাকা নিউট্রিনো কণা তার দুটো রূপের মধ্যে পরিচয় অদল-বদল করে।

একই সময় কানাডায় বিজ্ঞানী আর্থার বি ম্যাকডোনাল্ড গবেষণা করে নিশ্চিত হন, সূর্য থেকে পৃথিবীতে আসার পথে নিউট্রিনোগুলো হারিয়ে যায় না বরং পৃথিবীতে পৌঁছার আগে অন্য রূপটি ধারণ করে।

নিউট্রিনো দোলন নিয়ে কাজ করে এই দুই জন বিজ্ঞানী প্রমাণ করেন যে, নিউট্রিনোর ভর রয়েছে। নিউট্রিনো সর্বত্র প্রাপ্ত পরমাণুর চেয়েও ছোট কণা যার ভর প্রায় শূণ্য এবং বলতে গেলে অন্য কোনো কিছুর সঙ্গে এর কোন বিক্রিয়া ঘটে না। এই কারণে এদের নিয়ে গবেষণা করা ছিল প্রায় কঠিন ও দুঃসাধ্য।   

 

সূত্রঃ বিবিসি

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন