জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের এন্টোনিও গাতেরেস। তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী এবং ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হলে জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন এন্টোনিও গাতেরেস। একজন ব্যক্তি ৫ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হতে পারেন এবং সর্বোচ্চ ২ মেয়াদ পদে থাকতে পারেন।
জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যেটি বিশ্বে শান্তি স্থাপন ও রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য কাজ করে। বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্য, মহামারী নির্মূলে কাজ করে যাচ্ছি সংস্থাটি। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্র।