পরিসংখ্যানে বিশ্বকাপ: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা

· জয়ী দল: শ্রীলঙ্কা ৯ উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করেছে

· দলীয় স্কোর: ইংল্যান্ড ৫০ ওভারে ৩০৯/৬
                   শ্রীলঙ্কা ৪৭.২ ওভারে ৩১২/১

· ম্যান অব দি ম্যাচ: শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৮৬ বলে ১১৭ রান)

· ম্যাচের সেরা ব্যাটসম্যান: শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে (১৪৩ বলে ১৩৯ রান)

· ম্যাচের সেরা বোলার: শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান(৩৫ রানে ১ উইকেট)

· সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: ইংল্যান্ডের জো রুট (১৪ টি)

· সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি(ছক্কা)মেরেছেন: ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা (২টি)

· ম্যাচের সেরা স্ট্রাইকরেট: ইংল্যান্ডের জস বাটলার(২০৫.২৬)

· সর্বাধিক বল খেলেছেন: শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে (১৪৩ বল)

· সেরা পার্টনারশিপ: শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে-কুমার সাঙ্গাকারা (২য় উইকেট জুটিতে ১৭০ বলে ২১২ রান)

· হাফসেঞ্চুরি সংখ্যা: নেই

· সেঞ্চুরি সংখ্যা: ইংল্যান্ড (১টি)। করেছেন জো রুট।

                     শ্রীলঙ্কা(২টি)। করেছেন লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা।

· দ্রুততম হাফসেঞ্চুরি: শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৪৫ বলে)

· দ্রুততম সেঞ্চুরি: শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৭০ বলে)

· মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা: ইংল্যান্ড(৩৫টি চার ও ৫ টি ছক্কা), শ্রীলঙ্কা(২৮টি চার ও ৬টি ছক্কা)

· সবচেয়ে বেশি রান দিয়েছেন: ইংল্যান্ডের ক্রিস ওকস (৯.২ ওভারে ৭২ রান)

· সবচেয়ে বেশি ইকোনমি রেট: শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমল (৯.২৬)

· সর্বাধিক ক্যাচ: শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান (৩টি)

· এক ওভারে বেশি রান দিয়েছেন: শ্রীলঙ্কার থিসারা পেরেরা (২৫ রান)

· অতিরিক্ত রান: ইংল্যান্ড (বাই ৪, লেগবাই ৩, ওয়াইড ৯, নো বল ২)
                      শ্রীলঙ্কা (বাই ৮, লেগবাই ১, ওয়াইড ৩)

অন্যরকম কিছু রেকর্ড:
বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বাঁহাতি ওপেনার লাহিরু থিরিমান্নে (২৫ বছর ১৭৪ দিন)।

ইংল্যান্ডের পক্ষে সর্বকনিষ্ঠ বিশ্বকাপ সেঞ্চুরিয়ান ডানহাতি ব্যাটসম্যান জো রুট (২৪ বছর ৬১ দিন) । এছাড়া তিনি ইংল্যান্ডের হয়ে চার নম্বর ব্যাটিং পজিশনে নেমে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছেন।

বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মত সেঞ্চুরি পেলেন লঙ্কান কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে ২৩তম শতক পাওয়া এই ব্যাটসম্যান  ১১৭ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে দ্বিতীয়বারের মত বিমার (প্রায় মাথাসমান উঁচু ফুলটস) দেন শ্রীলঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল। কোনো অনুশোচনা প্রকাশ না করে ক্রিকেটীয় আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে তাকে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন