পৃথিবীর দীর্ঘতম এবং সবচাইতে উঁচুতে সেতু নির্মাণ করেছে চীন। তবে এই সেতুর বিশেষত্ব হচ্ছে এটির তলা কাঁচ দিয়ে তৈরি। অর্থাৎ এই ব্রিজে দাঁড়িয়ে নিচের সবকিছুই পরিষ্কার দেখা যাবে। হুনান প্রদেশের ঝেংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়নে নির্মাণ করা হয়েছে এই সেতু।
ঘাম ঝরানো, হাঁটু কাপানো আর মাথা ঘুরিয়ে দেয়ার মত একটি সেতু। কিন্তু তারপরও প্রতিদিন হাজার হাজার পর্যটক আসছে এই রোমাঞ্চ উপভোগ করতে। ৪৩০ মিটার লম্বা আর ৬ মিটার চওড়া এই এই সেতু ঝুলে আছে মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে।
ইজরাইলের স্থপতি হাইম দোটান এই সেতুর নকশা করেছেন। এই সেতু থেকে বানজি লাফের ব্যবস্থা করা হবে এবং ফ্যাশন শো এর জন্য র্যাম্প করা হবে।
প্রতিদিন অসংখ্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই সেতুতে চড়ার জন্য। কিন্তু একসাথে ৮০০ জনের বেশি উঠা যায় না এটিতে। দিনে ৮ হাজার জনের বেশি মানুষ উঠতে দেয়া হয় না।
এই সেতুর নিরাপত্তা অত্যন্ত বেশি বলেই দাবি করছেন নির্মাতারা। এই সেতুর উপর দিয়ে গাড়িও চালানো হয়েছে।