মার্চের ২৫, ২৬, ২৭ ও ২৮ তারিখ টানা চারদিন ব্যাপী ঢাকার মিরপুর ১৩তে অবস্থিত এসওএস হারমান মেইনার কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফার্ম-ফ্রেশ ৯ম এইচজিসি জাতীয় উৎসব-২০১৫। কলেজ প্রাঙ্গনে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
প্রায় ৮০ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে বিভিন্ন প্রতিযোগিতা। প্রোজেক্ট ডিসপ্লে, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াড, স্ক্র্যাপবুক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রতিযোগিতা, রুবিক’স কিউব প্রতিযোগিতা ইত্যাদি ইভেন্ট নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের এই উৎসব। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ এই তিন পর্বে ভাগ করা হয়েছে।
থাকছে ফটোগ্রাফি প্রতিযোগিতাও। স্কুল ও কলেজ এই দুইভাগে ভাগ করা হয়েছে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের। আরও রয়েছে ক্যারিয়ার নিয়ে সেমিনার ও শর্ট ফিল্ম প্রতিযোগিতা।
এই উৎসব আয়োজনে রয়েছে এসওএস হারমান মেইনার বিতর্ক, বিজ্ঞান, গণিত ও চারুকলা ক্লাব।