ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন 'এঞ্জেলা মার্কেল'। ইতিহাসে প্রথমবারের মত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সরিয়ে এই স্থান দখল করলেন জার্মানির চ্যান্সেলর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো রয়েছেন শীর্ষস্থানে।
এই প্রথমবারের মত ক্ষমতাসীন কোন মার্কিন প্রেসিডেন্ট এই তালিকার প্রথম দুই স্থান থেকে নেমে তৃতীয় স্থানে চলে গেল। ফোর্বস বলছে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সরকারের শেষ বছরে যাওয়ার সাথে সাথে তার প্রভাবও কমে যাচ্ছে।
নিজের দেশেই তার গ্রহণযোগ্যতা কমে গিয়েছে অর্ধেক মানুষের কাছে। ইউরোপে মার্কেলের চাইতে তার জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে আর কৌশলগত যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যেও তার জনপ্রিয়তা হুমকির মুখে রয়েছে’।
পুতিন এই নিয়ে টানা ৩ বছর ওবামা ও মার্কেলকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থানে রয়েছেন। কয়েকদিন আগেই সিরিয়ায় আইসিস জঙ্গি দমনে তার ভূমিকা সবার কাছে প্রশংসিত হয়েছে। ফোর্বস জানায়, ‘পুতিন এখনো প্রমাণ করে যাচ্ছেন যে তিনি অল্প কয়েকজন ক্ষমতাধর মানুষদের মধ্যে অন্যতম যারা চাইলেই যে কোনো কিছু করতে পারেন’।
অন্যদিকে এঞ্জেলা মার্কেল গত বছরের পঞ্চম স্থান থেকে সবাইকে টপকে দ্বিতীয় স্থানে এসে পড়েছেন। ফোর্বস বলছে, ‘ইউরোপিয়ান ইউনিয়নের মেরুদণ্ডের ভূমিকা পালন করছেন মার্কেল। সিরিয়ার শরণার্থী সংকট নিয়ে তার দেশের এবং ইউরোপীয় ইউনিয়নের প্রশংসনীয় ভূমিকার কারণে তার এই উন্নতি ঘটেছে’।
তালিকার ৪র্থ স্থানে আছে পোপ ফ্রান্সিস এবং ৫ম স্থানে আছে চীনা প্রেসিডেন্ট জি জিংপিং।
এই নিয়ে টানা ৭ম বারের মত তাদের এই বার্ষিক তালিকা প্রকাশ করলো ফোর্বস ম্যাগাজিন। এ বছর মোট ৭৩ জন রাজনৈতিক ও অর্থনৈতিক নেতাদের মাঝ থেকে এই তালিকা তৈরি করা হয়েছে। এদের মধ্যে ৯ জন রয়েছেন নারী।
তালিকায় আগত নতুন ৮ জনের মধ্যে রয়েছে সৌদির বাদশা সালমান (১৪ নম্বর) এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন (৫৮ নম্বর) ও ডোনাল্ড ট্রাম্প (৭২ নম্বর)। তালিকার সবচেয়ে কনিষ্ঠ দুইজন হচ্ছেন ফেসবুকের সিইও ৩১ বছর বয়সী মার্ক জুকারবার্গ এবং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন নেতা ৩২ বছর বয়সী কিম জং-উন।