বইমেলার টুকিটাকি

০ খ্রিস্টীয় পনেরো শতকে গুটেনবার্গ মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে শুরু হয় বই প্রকাশ। বই প্রকাশের পর থেকেই শুরু হয় বইমেলার প্রচলন।

০ একটি নির্ধারিত স্থানে বই বিকিকিনির ধারণা থেকেই বইমেলার সূত্রপাত।

০  বিশ্বের প্রথম বইমেলা শুরু হয় জার্মানিতে। তবে অনেকের ধারণা গুটেনবার্গের শহর ফ্রাঙ্কফুর্টেই হয়েছিল বিশ্বের প্রথম বইমেলা।

০ বিশ্বের সবচেয়ে বড় বইমেলা এখন জার্মানির এই ফ্রাঙ্কফুট বইমেলা।

০ বিশ্বের একমাত্র অবাণিজ্যিক বইমেলা কলকাতা বইমেলা।

০ ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি প্রয়াত প্রকাশক চিত্তরঞ্জণ সাহা বাংলা একাডেমী প্রাঙ্গণে বইমেলার প্রচলন শুরু করেন।

০ অমর একুশের সেই বইমেলায় বইয়ের সংখ্যা ছিলো মাত্র ৩২টি।

০ প্রথম বইমেলার সবগুলো বই ছিলো বাংলাদেশের শরনার্থী লেখকদের লেখা।

০ প্রথম সেই বইমেলায় কোনো স্টল ছিলো না। চটের বস্তার উপর বই সাজিয়ে বই প্রদর্শন করা হয়েছিলো সেদিন।

০ ১৯৭৬ সালে বাংলা একাডেমি এ মেলাকে স্বীকৃতি প্রদান করে।

০ ১৯৮৪ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত হয় অমর একুশে গ্রন্থমেলা।

০ ১৯৮০ সালে একুশে বইমেলার স্টল সংখ্যা ছিলো মাত্র ৩০টি।

০ বর্তমানে বাংলা একাডেমীতে স্টল প্রাপ্তির জন্য লটারি ধরে জিততে হয় প্রকাশকদের।

০ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য বইমেলার নাম দেয়া হয় 'অমর একুশে গ্রন্থমেলা'।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন