যুক্তরাষ্ট্রভিত্তিক ভ্রমণ পত্রিকা ‘কন্ডে নেস্ট ত্রাভেলার্স’ তাদের ২৯তম বার্ষিক পাঠক বাছাই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পৃথিবীর সবচেয়ে বন্ধুত্বপূর্ণ শহরগুলোর তালিকা প্রকাশ করেছে। আর এই তলিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার চার্লসটন শহর। ১৮৬১ সালে যে শহর থেকে আমেরিকার গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল সে শহরই এখন সবচেয়ে বন্ধুসুলভ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
১ লাখেরও বেশি পাঠকের মতামত নিয়ে এই জরীপ চালনা করা হয়েছে। তাদের প্রিয় শহর, হোটেল, রিসোর্ট, দ্বীপ, এয়ারলাইন্স, ক্রুজ লাইন্স, ভবিষ্যৎ ভ্রমণস্থল এসব বিষয়ে জরীপ করে টানা ৪র্থ বারের মত এই বার্ষিক তালিকা প্রকাশ করা হল।
চার্লসটন ছাড়াও সাভানাহ ও ন্যাশভিল শহর আছে তালিকার শীর্ষ ১০ এর মধ্যে। এগুলো সবই যুক্তরাষ্ট্রের দক্ষিণের শহর। এ শহরগুলোর বাসিন্দার খুবই বন্ধুসুলভ। দিক নির্দেশনা ও যেকোনো ধরণের সহযোগিতা পাওয়া যায় তাদের কাছ থেকে। এখানকার হোটেলগুলোও বেশ অতিথিপরায়ণ। এছাড়াও শহরগুলোতে রাস্তা খুঁজে পাওয়াও বেশ সহজ।
শীর্ষ ১০ বন্ধুত্বপূর্ণ শহরের তালিকা
১। চার্লসটন, সাউথ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র
২। সিডনি, অস্ট্রেলিয়া
৩। ডাবলিন, আয়ারল্যান্ড
৪। কুইন্সটাউন, নিউজিল্যান্ড
৫। পার্ক সিটি, ইউটাহ, যুক্তরাষ্ট্র
৬। গ্যালওয়ে, আয়ারল্যান্ড
৭। সাভানা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
৮। ক্রাকো, পোল্যান্ড
৯। ব্রুজস, বেলজিয়াম
১০। ন্যাশভিল, টেনেসি, যুক্তরাষ্ট্র